অনেকেই আবার বোকামির কারনে আপওয়ার্কের অ্যাকাউন্টি সাসপেন্ড হয়ে যায়। এই জন্য, নতুন অবস্থায় যারা আপওয়ার্কে অ্যাকাউন্ট কিভাবে খুলবেন, কিভাবে স্কিল টেস্ট দিবেন, কিভাবে প্রোফাইল ১০০% পূর্ণ করবেন, বিড করবেন কিভাবে, ক্লাইন্ট এর সাথে ইন্টারভিউ কিভাবে দিবেন, কিভাবে নতুন প্রজেক্ট স্টার্ট করবেন, কিভাবে টাকা অ্যাকাউন্টে জমা হবে, জমাকৃত টাকা কিভাবে সরাসরি ব্যাংক অ্যাকাউন্টে তুলবেন এই সকল প্রশ্ন জানতে চান তাদেরকে এই সব কাজগুলো প্র্যাক্টিক্যাল ভাবে দেখানোর জন্যই মূলত তৈরি করা হয়েছে এই টিউটোরিয়ালটি। এখানে প্রতিটি কাজ হাতে কলমে প্রক্টিক্যাল করে দেখানো হয়েছে।
জেনে নিন কেন আমাদের টিউটোরিয়াল গুলো সংগ্রহ করবেনঃ
১. সবগুলো ভিডিও সম্পূর্ণ বাংলা ভাষায়২. ভিডিও রেজুলেশন Full HD কোয়ালিটি। (১৯২০*১০২৪) যা সম্পূর্ণ স্পষ্ট, এতে করে কোন লিখা দেখতে বা পড়তে অসুবিধা হবে না
৩. প্রতিটি কাজ হাতে কলমে করে দেখানো হয়েছে
৪. ভিডিও দেখার সাথে সাথে বিস্তারিত আলোচনা করা হয়েছে যাতে করে কোন সমস্যা না থাকে
৫. একবার প্রাতিষ্ঠানিক লেকচার নয়, বরং ভিডিও গুলো বার বার দেখে প্র্যাক্টিস করার মাধ্যমে সর্বোচ্চ দক্ষতা অর্জন সম্ভব
এবার চলুন জেনে নিই কি কি থাকছে আমাদের এই আপওয়ার্ক বাংলা টিউটোরিয়াল এঃ
প্রোফাইল সংক্রান্ত ভিডিওগুলোঃ১. আপওয়ার্ক কি, কেন, কিভাবে?
২. আপওয়ার্কের কাজ সম্পর্কে ধারনা
৩. ওয়ার্কার অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন করা
৪. প্রোফাইল সম্পর্কে ধারনা
৫. প্রোফাইল ১০০ % পূর্ণ করা (ধাপে ধাপে)
৬. স্কিল টেস্ট কি এবং কিভাবে দিবেন তার প্র্যাক্টিক্যাল ভিডিও
৭. স্কিল টেস্ট এ পাশ করার উপায় এবং টেস্ট দিয়ে পাশ করে দেখানো হয়েছে
৮. প্রোফাইল এর ড্যাশবোর্ড এর খুটিনাটি বিষয়গুলো
৯. ওয়ার্ক রেডির জন্য নিজের প্রোফাইল সাজানো
১০. অন্যান্য বিভিন্ন টিপস
প্র্যক্টিক্যাল কাজ এবং ক্লাইন্ট সংক্রান্ত ভিডিওগুলোঃ
১. আপওয়ার্কে কয় ধরনের ক্লাইন্ট আছেন?
২. কার কাজে বিড করবেন এবং কার কাজে বিড করবেন না?
৩. বিড করার আগে আপনাকে অবশ্যই কি দেখে নিতে হবে?
৪. প্রতারণার হাত থেকে বাচার উপায়
৫. বিভিন্ন প্রকার কাজের বর্ণনা (ফিক্সড এবং ঘন্টা হিসাব)
৬. কিভাবে বিড করবেন
৭. বিড করে কাজ জেতার পরীক্ষিত উপায়!
৮. কিভাবে ক্লাইন্ট এর সাথে ইন্টারভিউ দিবেন
৯. কিভাবে জব/নতুন কন্ট্রাক্ট চালু করবেন
১০. কিভাবে জব সাবমিট করবেন
১১. কিভাবে জব শেষ করবেন
১২. রিভিউ কিভাবে দিবেন?
১৩. টাকা কিভাবে অ্যাকাউন্টে জমা হবে
১৪. কিভাবে পেমেন্ট মেথুড হিসেবে ব্যাংক অ্যাকাউন্ট যোগ করবেন
১৫. জমাকৃত টাকা কিভাবে সরাসরি ব্যাংক অ্যাকাউন্টে উঠাবেন
১৬. এছাড়াও থাকছে খুটিনাটি আরও অনেক কিছুই!!
বিশেষ আকর্ষণঃ
>> নতুন প্রোফাইল এর একটি কঠিন কাজ হচ্ছে স্কিল টেস্ট দেয়া এবং পাশ করা। কিভাবে প্র্যাক্টিক্যালি আপনি স্কিল টেস্ট দিতে পারেন এবং কিভাবে পাশ করবেন সেটি একটি স্কিল টেস্ট দিয়ে প্র্যাক্টিক্যাল দেখানো হয়েছেসাথে থাকছে বিশেষ বোনাস অনলাইনে আয় গাইডলাইন টিউটোরিয়াল !
এই ডিভিডি এর সাথে বোনাস হিসেবে থাকছে ইন্টারনেট থেকে কিভাবে আয় করা যায় এর উপর পূর্ণাঙ্গ গাইডলাইন। এখান, ইন্টারনেট থেকে আয়ের বিভিন্ন পদ্ধতি, কোন কাজ শিখবেন, কেন শিখবেন, কিভাবে কাজ করবেন ইত্যাদি বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়েছে। এই টিউটোরিয়াল গুলো আপনারা ডিভিডি এর সাথে পাবেন বোনাস হিসেবে একদম ফ্রীতে!ভাবছেন ভিডিও দেখে শিখতে পারবেন কিনা?
আপনি যদি আইটি বাড়ি এর টিউটোরিয়াল আগে কখনো দেখে না থাকেন তাহলে এই প্রশ্ন করা খুবই স্বাভাবিক। টিউটোরিয়াল কেনার আগে অবশ্যই এর মান যাচাই করে নেয়া উচিত। তাহলে চলুন দেখি আমাদের টিউটোরিয়ালগুলোর মান কেমন-আমাদের টিউটোরিয়াল এর মান সম্পর্কে আরও জানতে রকমারিতে দেয়া বিভিন্ন রিভিউ গুলো পড়ে দেখার অনুরোধ রইল।
রকমারিতে থাকা আমাদের অন্যান্য ডিভিডি গুলোর রিভিউ পড়ুন
এক কথায়, আপওয়ার্কে একটি ওয়ার্কার অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন থেকে শুরু করে প্রোফাইল ১০০% পূর্ণ করে কাজ কিভাবে করবেন এবং টাকা কিভাবে পাবেন তার বিস্তারিত প্র্যাক্টিক্যাল বাংলা ভিডিও টিউটোরিয়াল এটি। আপওয়ার্কে সফলতার জন্য কমপ্লিট একটি প্র্যাক্টিক্যাল গাইডলাইন এটি। এটি দেখে আপওয়ার্কে একটি ভাল মানের ওয়ার্কার অ্যাকাউন্ট তৈরি করা সম্ভব।
No comments:
Post a Comment